গতকাল ১০ পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি পুণ্যার্থীদের

jolpesh devote




গতকাল ১০ পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি পুণ্যার্থীদের। যে কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো দশ জন পুণ্যার্থীর, সেই একই ভাবে গাড়িতে জেনারেটর নিয়ে ডিজে বাজিয়ে প্রকাশ্যে বহু গাড়িকে অবাধে ঘুরতে দেখা গেলো পবিত্র শ্রাবণ মাসের তৃতীয় সোমবারেও।


আর এই নিয়েই তীব্র ক্ষোভ উগরে দিয়েছে সি পি আই এম দল, সহ বামফ্রন্ট। ইতিমধ্যেই রাজ্যে সহ সমগ্র দেশ জেনে গিয়েছে গতকাল রাতের মর্মান্তিক দুর্ঘনার কথা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী সভার এক সদস্যকে ইতিমধ্যেই জলপাইগুড়ি এবং কুচবিহার জেলায় গিয়ে মৃত পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ ও দিয়েছেন । আর সেই নির্দেশের পরেই আজ বিকেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।


তবে এর পরেও যে পুলিশ প্রশাসনের টনক নরেনি সোমবার সকালের দৃশ্য তারই প্রমান বলে মনে করছেন অনেকেই।


এদিকে এই মর্মান্তিক ঘটনার জন্য পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলন বাতিল করেছে জেলা সিপিএম।


দুর্ঘটনার পরেও প্রকাশ্যে গাড়িতে জেনারেটর চালিয়ে ডিজে বাজিয়ে ঘুরে বেড়ানো প্রসঙ্গে জেলা সিপিএমের অন্যতম সদস্য পীযুষ মিশ্র ক্ষোভ এবং দুঃখের সাথে বলেন, বর্তমান প্রশাসনের ওপর ভরসা করলে নিজের সন্তানকে হারাতে হবে সাধারণ মানুষকে, কারণ এত বড় ঘটনা ঘটার পরেও একই দৃশ্য দেখা যাচ্ছে।