Asia Cup 2022 IND vs PAK: পাকিস্তান ১৪৭ (১৯.৫), ভারত ১৪৮/৫ (১৯.৪)
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গতবছর টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। এবার সেই মাঠেই এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত পাকিস্তান। আর এই ম্যাচে সেই হারের বদলা নিলো ভারত। জিতে নিল ম্যাচ।
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে টস জেতে ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানকে। মহম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন বাবর আজম। ভারতের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। ভুবির ওভারের ও ম্যাচের দ্বিতীয় বলেই রিজওয়ানকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান পাক ওপেনার। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রিজওয়ান। অবশেষে প্রথম ওভারে ৬ রান তোলে পাকিস্তান। ২.৪ ওভারে ভুবনেশ্বরের বলে অর্শদীপ সিংয়ের হাতে ধরা পড়েন বাবর আজম। পাকিস্তান দলগত ১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফখর জামান। ষষ্ঠ ওভারে আবেশ খানের পঞ্চম বলে উইকেটকিপার কার্তিকের দস্তানায় ধরা পড়েন ফখর। ভারতীয় ক্রিকেটাররা বুঝতেই পারেননি ফখর আউট হয়েছেন। তবে পাক ব্যাটসম্যান নিজেই মাঠ ছাড়েন। ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১০ রান করেন ফখর। ব্যাট করতে নামেন ইফতিকার আহমেদ। ১২.১ ওভারে হার্দিকের শর্ট বলে কার্তিকের দস্তানায় ধরা পড়ে যান তিনি। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন আহমেদ। পাকিস্তান ৮৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন খুশদিল শাহ।১৪.১ ওভারে পান্ডিয়ার বলে থার্ডম্যানে আবেশ খানের হাতে ধরা পড়েন রিজওয়ান। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন পাক উইকেটকিপার। ব্যাট করতে নামেন শাদব খান।তৃতীয় বলে হার্দিক তুলে নেন খুশদিল শাহর উইকেট। রবীন্দ্র জাদেজার হাতে ধরা দেন তিনি। ব্যাট করতে নামেন আসিফ আলি। ১৬.৩ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে আসিফ আলির ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। ১৭.১ ওভারে অর্শদীপ সিংয়ের বলে কার্তিকের দস্তানায় ধরা পড়েন মহম্মদ নওয়াজ। ১৮.২ ওভারে ভুবনেশ্বরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শাদব খান। ব্যাট করতে নামেন নাসিম শাহ।১৮.৩ ওভারে ভুবনেশ্বরের বলে এলবিডব্লিউ হন নাসিম শাহ। ১৯.৫ ওভারে শাহনওয়াজকে বোল্ড করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন অর্শদীপ। পাকিস্তান ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল-আউট হয়ে যায়। অর্শদীপ ৩৩ রানে ২টি উইকেট নেন। ২৬ রান দিয়ে চার উইকেট নেন ভুবি। ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন পান্ডিয়া। দু ওভারে ১৯ রান দিয়ে একটি উইকেট সংগ্রহ করেন আবেশ খান।
রান তাড়া করতে নামে ভারত। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন নাসিম শাহ। ভারত ১ রানে ১ উইকেট হারায়। প্রথম ওভারে নাসিম শাহর দ্বিতীয় বলে ব্যাটের কানা লাগিয়ে বোল্ড হন লোকেশ রাহুল। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন লোকেশ। এরপরেই নামেন বিরাট কোহলি। পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে। ৭ম ওভারের শেষ বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে ইফতিকারের হাতে ধরা পড়েন হিটম্যান। তিনি ১৮ বলে ১২ রান করে মাঠ ছাড়েন। নামেন রবীন্দ্র জাদেজা। দশম ওভারে বল করতে এসে নওয়াজ প্রথম বলেই ফিরিয়ে দেন কোহলিকে। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৩৫ রান করেন। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। শেষ ১০ ওভারে জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ৮৬ রান।১৪.২ ওভারে নাসিম শাহর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৮ রান করেন যাদব। ভারত ৮৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ম্যাচকে এগিয়ে নিয়ে চলেন জাদেজা ও পান্ডিয়া। অবশেষে শেষ ওভারে ভারতের দরকার ৭ রান। ২০ তম ওভারের প্রথম বলে নওয়াজের বলে ২৯ বলে ৩৫ রান করে ফেরেন জাদেজা। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। ১৯.৪ ওভারে নওয়াজের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের ১৪৭ রানের জবাবে ব্যাট করেত নেমে ভারত ২ বল বাকি থাকতে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৮ রান তুলে নেয়। হার্দিক পান্ডিয়া ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৩ রান করে নট-আউট থাকেন। ১ বলে ১ রান করেন দীনেশ কার্তিক।
এশিয়া কাপে জয় দিয়েই যাত্রা শুরু করলো ভারত। পাকিস্তানকে হারিয়ে একদিকে যেমন বিশ্বকাপে হারের বদলা নিল ভারত অন্যদিকে রোহিত শর্মাদের এশিয়া কাপ অভিযান শুরু খেতাব ধরে রাখার উদ্দেশ্যেও এগিয়ে গেল একধাপ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊