Big Breaking: রাজ্যের ৩০ জায়গায় হানা আয়কর বিভাগের
রাজ্যের ৩০ টি জায়গায় হানা দিল আয়কর বিভাগ। নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার উত্তাল বঙ্গ। ইডি-সিবিআইয়ের তদন্তে তৎপরতা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে এবার রাজ্যের ৩০ টি জায়গায় আয়কর বিভাগের হানা। রয়েছেন ১৫০ আধিকারিক। কলকাতা শহরের একাধিক জায়গায় এদিন সকালেই হানা দেয় আইটি।
কলকাতার একাধিক ব্যবসায়ী কর ফাঁকি দিয়েছেন আবার অনেকের সম্পত্তির সঙ্গে আয়ের সঙ্গতি নেই এমন খবরেই তল্লাশিতে আয়কর বিভাগের আধিকারিকরা। তাছাড়া বেশ কিছু ভুয়ো কোম্পানি রয়েছে যাঁরা বেআইনিভাবে আর্থিক লেনদেন করে চলেছে। এমনই সব অভিযোগ হাতে নিয়ে পথে নেমেছেন তাঁরা।
সূত্রের খবর, একাধিক ভুয়ো সংস্থা মারফত কালো টাকা বিনিয়োগ হচ্ছে নির্মাণ সংস্থায়। ভুয়ো সংস্থা গুলি দিয়ে টাকা যায় নির্মাণ সংস্থায়। তারই অভিযোগে তল্লাশি চালায় আয়কর বিভাগ।
আয়কর দপ্তর সূত্রে জানা যাচ্ছে কলকাতার তিন জায়গায় ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে। কথা বলেছেন সংস্থার উচ্চ আধিকারিক, ম্যানেজারদের সঙ্গে। তাঁদের সঙ্গে নাকা রয়েছে কিছু নথিও। এলগিন রোডে, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট–সহ একাধিক জায়গায় তল্লাশির খবর। তবে এই তল্লাশির সাথে এসএসসি কাণ্ডের কোনো যোগ আছে কিনা তা জানা যায়নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊