Ganesh Chaturthi 2022-  গণেশ পূজা- গণেশ চতুর্থীর  তারিখ সময় তিথি নির্ঘন্ট 

Ganesh Chaturthi 2021



গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) বা গণেশোৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা ও উৎসব। শিব ও পার্বতী-পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামেও পরিচিত। কোঙ্কণি ভাষায় এই উৎসবের নাম চবথ । অন্যদিকে নেপালি ভাষায় এই উৎসবকে বলে চথা । সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব।




গণেশ পূজা (ganesh puja) ভারতের সর্বত্র অনুষ্ঠিত হলেও এই উৎসব মহারাষ্ট্র, গোয়া, গুজরাত, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। ভারতের বাইরে নেপালে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করে থাকেন।


Ganesh Chaturthi 2021



হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পূজা (ganesh puja) বিধেয়। ভাদ্রপদ শুক্লপক্ষ চতুর্থী মধ্যাহ্নব্যাপিনী পূর্বাবিদ্ধ – এই পূজার প্রশস্ত সময়। চতুর্থী দু’ দিন পড়লে আগের দিন পূজা অনুষ্ঠিত হয়। এমনকী দ্বিতীয় দিন মধ্যাহ্নের পুরোটাই যদি চতুর্থী থাকে তবুও আগের দিন মধ্যাহ্নে ২৪ মিনিট (এক ঘটিকা) চতুর্থী থাকলেই সে দিনই গণেশ পূজা হয়।

Ganesha Chaturthi on Wednesday, August 31, 2022
Madhyahna Ganesha Puja Muhurat - 10:21 AM to 12:52 PM
Duration - 02 Hours 31 Mins
Ganesha Visarjan on Friday, September 9, 2022
On previous day time to avoid Moon sighting - 03:33 PM to 07:56 PMAug 30
Duration - 04 Hours 23 Mins
Time to avoid Moon sighting - 08:36 AM to 08:30 PM
Duration - 11 Hours 54 Mins

Chaturthi Tithi Begins - 03:33 PM on Aug 30, 2022
Chaturthi Tithi Ends - 03:22 PM on Aug 31, 2022