সুখবর! অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ভারতেই, নির্বাসন তুললো FIFA


FIFA World Cup 2026





অবশেষে ফিফার নির্বাসন উঠলো। আর এই নির্বাসন ওঠার ফলে অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজনে আর কোনো বাঁধা থাকলো না ভারতের। যা নিঃসন্দেহে ভারতীয় ফুটবল প্রেমীদের জন‍্য খুশির খবর।




ফিফার তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ভারতকে নির্বাসন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হল। আরো জানানো হয়েছে, প্রশাসকদের কমিটি বাতিল হওয়ায় এবং ভারতীয় ফুটবলের কর্তৃত্ব ফের সর্বভারতীয় ফুটবল সংস্থার হাতে আসায় নির্বাসন তুলে দেওয়ার সিদ্ধান্ত।



পাশাপাশি ফিফা আরো জানায়, ফিফা ও এশীয় ফুটবল সংস্থা (AFC) ভারতীয় ফুটবলের ওপর নজর রাখবে। সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও সবরকম সাহায্য কথা জানিয়েছে। ১১-৩০ অক্টোবর ভারতে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনেও আর রইল না বাধা।




সুপ্রিম কোর্ট কয়েকদিন আগেই প্রশাসক কমিটি (সিওএ)কে ক্ষমতাচ‍্যুত করে এরপর ফিফার কাছে ভারতীয় ফুটবল নির্বাসন তুলে দেওয়ার আবেদন জানায়। সেই আবেদনের ভিত্তিতে নির্বাসন তুলে নিল ফিফা।