Durga Puja News : দিনহাটা বলরামপুর রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবছর পূজার থিম লক্ষ্মীর ভান্ডার
দিনহাটা, সংবাদ একলব্য-
দুর্গা পূজা মানেই থিমের ছড়াছড়ি। গত দুই বছরে থিমের পূজায় ভাটা পড়লেও, এবছর আবার ফিরে আসছে থিমের পূজা। ৭৭ তম বর্ষে পড়লো কোচবিহারের দিনহাটার বলরামপুর রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি।
আর কয়েকটা দিন পার হলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে সব পূজা কমিটিরা। বুধবার দুপুরে দিনহাটা বলরামপুর রোড দূর্গা পূজা কমিটির পক্ষ থেকে দিনহাটা চরক বাড়ি মাঠে তাদের ৭৭ তম বর্ষে দুর্গাপূজার শুভ উদ্বোধন হলো খুঁটি পূজার মাধ্যমে।
গত দুবছর করোনা আবহের জন্য দিনহাটায় দুর্গাপূজা জমজমাট হয়নি,তাই এবার করোনা আবহ কাটিয়ে মায়ের আরাধনায় পূর্ণরূপে সুসজ্জিত হতে চলেছে।
দিনহাটা বলরামপুর রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থিম এই পূজা মন্ডপে তুলে ধরা হবে বলে জানিয়েছে পূজা কমিটির সদস্যরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊