জল্পনার অবসান, মন্ত্রী হচ্ছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ

Udyan Guha




জল্পনার অবসান, মন্ত্রী হচ্ছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udyan Guha)। একদিকে মারা গেছে সাধন পাণ্ডে ও সুব্রত মুখোপাধ‍্যায় অন‍্যদিকে ইডির হেফাজতে পার্থ চট্টোপাধ‍্যায়(Partha Chaterjee) এই পরিস্থিতিতে মন্ত্রীসভায় রদবদলের কথা ঘোষনা করেছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় (Mamata Banerjee)। জল্পনা চলছিলই অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ‍্যের মন্ত্রীসভায় জায়গা পেলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udyan Guha)। এই খবর প্রকাশ‍্যে আসতেই খুশির হাওয়া দিনহাটা জুড়ে।



মমতার মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে মোট শপথ নিচ্ছেন ৯ জন। যারমধ্যে ৮ জন-ই নতুন মুখ। মোট ৯ জন মন্ত্রীর মধ্যে ৫ জন পূর্ণমন্ত্রী। 




দিনহাটার একজন দাপুটে নেতা তিনি। দিনহাটার এক সময়ের দাপুটে রাজনীতিবিদ প্রয়াত কমল গুহের ছেলে উদয়ন গুহ(Udyan Guha)। একুশের বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়ে দিনহাটার বিধায়ক হয়েছেন। কমল গুহের পর উদয়ন গুহ(Udyan Guha)-ও দিনহাটার রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।




একুশের বিধানসভা নির্বাচনে অল্প কয়েক ভোটের ব্যবধানে নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান তিনি। এরপর তৃণমূলের বিপুল সাফল্যের পর বিজেপি বিধায়ক নিশীথ প্রামানিক বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ পদেই বহাল থাকেন। ফলে হয় উপনির্বাচন। আর উপনির্বাচনে বিপুল ভোটে রেকর্ড গড়ে জয় লাভ করেন উদয়ন গুহ(Udyan Guha)। এবার সেই দিনহাটার সেই উদয়ন গুহ মন্ত্রীসভায়।