মন্ত্রীসভায় আসতে চলেছেন কারা? আর বাদ পড়ছেন কারা? উঠে আসছে এক গুচ্ছ নাম
আজ বিকেল চারটায় রাজ্য মন্ত্রীসভায় ঘটছে রদবদল। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আজকেই শপথ নিতে চলেছেন নতুন মন্ত্রীরা এমনি ইঙ্গিত দিচ্ছে রাজভবন। কারা কারা জায়গা পাচ্ছেন সেনিয়ে চলছে বিস্তর গুঞ্জন। আজ বিকেলেই মিলবে উত্তর।
গুঞ্জনে উঠে আসছে ৫টি নতুন নাম। পার্থ ভৌমিক, স্নেহাশিষ চক্রবর্তী, উদয়ন গুহ, তাপস রায় ও বাবুল সুপ্রিয়। কানাঘুষোয় শোনা যাচ্ছে, পরিষদীয় মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তাপস রায়।
একদিকে সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের প্রয়াণ ঘটে। অন্যদিকে স্কুল সার্ভিস দুর্নীতিতে ইডির হেফাজতে থাকায় মন্ত্রিত্ব হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ফলে আপাতত তাঁদের দায়িত্বে থাকা দপ্তর গুলি মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের হাতে রয়েছে।
মুখ্যমন্ত্রীও বলেন, "সুব্রত মুখোপাধ্য়ায়, সাধন পান্ডে মারা গিয়েছেন। পার্থ চ্য়াটার্জি জেলে রয়েছেন। এদের কাজগুলো কে করবে? কাউকে না কাউকে তো করবে হবে? বেশ কয়েকটি মন্ত্রীর পদ ফাঁকা পড়ে রয়েছে। আমার পক্ষে তো একা সবগুলো দেখা সম্ভব নয়। সুব্রতদা পঞ্চায়েত দেখেতেন, পিএইচই দেখতেন, সাধন পান্ডে সেলফ হেলফ গ্রুপ দেখতেন, পার্থ ইন্ডাস্ট্রি দেখতেন।"
মমতা জানান, "বুধবার বিকেল চারটেয় একটা ছোট রদবদল ঘোষণা করা হবে। মন্ত্রিসভায় রয়েছেন এমন ৪-৫ জনকে দলের কাজ লাগাব। নতুন ৫-৬ জনকে নিয়ে আসা হবে।" আর তারপরেই চলছে গুঞ্জন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊