মমতার মন্ত্রিসভায় মন্ত্রী ৮ নতুন মুখ, শপথ নিচ্ছেন ৯ মন্ত্রী

WB Ministry Oath



মমতার (Mamata Banerjee) মন্ত্রীসভার রদবদল হল আজ। আজ ৯ জন মন্ত্রী হিসেবে শপথ নিলেন। যারমধ্যে ৮ জন-ই নতুন মুখ। মোট ৯ জন মন্ত্রীর মধ্যে ৫ জন পূর্ণমন্ত্রী। 

পূর্ণমন্ত্রী: 

প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ ও স্নেহাশিষ চক্রবর্তী। 

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী: 

বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৈৌধুরী। 

প্রতিমন্ত্রী:

তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মণ। 


তাঁদের শপথগ্রহণে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকলকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন (La Ganeshan)।



রাজ্য মন্ত্রিসভায় নতুন ৮ মন্ত্রী, কে, কোন দফতর পাবেন, সিদ্ধান্ত শীঘ্রই। নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী (মুখ্যমন্ত্রী-সহ) হতে পারেন। সেই সংখ্যাটা পুরো হয়ে গেল। এতদিন ৪৩ ছিল। চারজন মন্ত্রী বাদ পড়ছেন। নয়া মন্ত্রীদের দফতর বণ্টন হবে।