স্কুল পড়ুয়াদের স্কুলে পৌঁছে দেওয়ার বাস পরিষেবা বন্ধ, বিক্ষোভ পড়ুয়াদের
রামকৃষ্ণ চ্যাটার্জী: কুলটি:-
স্কুল পড়ুয়াদের স্কুলে পৌঁছে দেওয়ার বাস (school bus) পরিষেবা বন্ধ হওয়ায় পুড়ুয়াদের (school students) বিক্ষোভ সেলের রামনগর কোলিয়ারির জি এম অফিসে ৷
করোনা অতিমারীর আগে রামনগর থেকে কুলটি ও বেগুনিয়া অঞ্চলের স্কুলে পড়ুয়াদের (school students) যাতায়াতের সুবিধার জন্যে সেলের রামনগর কোলিয়ারি থেকে বাস (school bus) বরাদ্দ থাকলেও অতিমারীর সংক্রমণ পর্ব পেরিয়ে সেই বাস বন্ধ করে ছোটো বাস দেওয়া হয়েছে ৷ এর ফলে প্রায় ৬০-৭০ জন পড়ুয়ার স্কুলে পৌঁছানোর ক্ষেত্রে অসুবিধা দেখা দিয়েছে।
পড়ুয়াদের বক্তব্য অভিভাবক পরিচয় থেকে নিজেদের আধার কার্ড ও স্কুলের পরিচয়পত্র জমা দিলেও তাদের সাথে বৈষম্য মূলক আচরণ শুরু করা হয়েছে ৷ ছোটো বাস খালি থাকলেও তাদের সেই বাস পরিষেবা দেওয়া হচ্ছেনা ৷ গুনে বেছে মাত্র কয়েক জনকে নিয়ে স্কুলবাস যাতায়াত করছে।
এই পরিস্থিতিতে তারা প্রতিদিন ১০০ টাকা খরচে স্কুলে পৌঁছাতে পারছেনা। তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে সমস্যার বিষয় জি এম এর কাছে তুলে ধরা হলেও কোনো সুরাহা নেই।
তাই তারা বাধ্য হয়ে সোমবার অভিভাবকদের নিয়ে জি এম অফিসের সামনে বিক্ষোভে বসেছে ৷ যদিও জি এম দফতর থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊