SSC SCAM মামলায় অন্যান্য জড়িতদের গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ

cpiml member




রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-


এসএসসি দুর্নীতি (SSC SCAM) মামলায় অনান্য জড়িতদের গ্রেফতারের দাবিতে আসানসোলে বিক্ষোভ সমাবেশ করল সিপিআইএমএল। সোমবার আসানসোল আদালত চত্বরের ঘড়ি মোড়ে এই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।



এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে তাদের দাবি অবিলম্বে অনান্য জড়িতদের (SSC SCAM) গ্রেফতার করতে হবে। সভাস্থলে বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয়।


যদি কোন মন্ত্রী বা দলের কোন উচ্চ নেতৃত্ব দুর্নীতির (SSC SCAM) সাথে যুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকেও তার দায়ভার নিতে হয়। আমরা চাইছি যে সঠিক তদন্ত ইডি যেন করে ।



সুরেন্দ্র কুমার জানান,রাজ্যের শিক্ষা নিয়োগের যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির (SSC SCAM) বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। ডি ওয়াই এফ ওয়াই পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে। আমরা চাইছি প্রত্যেক দুর্নীতির ব্যক্তির তদন্ত হোক। সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেউ দেখা গেছে লক্ষ লক্ষ টাকা নিতে তার বিরুদ্ধেও যেন এদের তদন্ত শুরু করে।