মন্ত্রিসভার রদবদল নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মন্ত্রিসভার রদবদল নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের (Cabinet Reshuffle) জল্পনা ছিল তুঙ্গে। আজ নবান্নের বৈঠকের দিকেই নজর ছিল সকলের। সব জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ভাঙছে না মন্ত্রীসভা। শুধুমাত্র কয়েক জন মন্ত্রীর রদবদল হবে বলেই জানালেন তিনি।
সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণ ঘটে। অন্যদিকে স্কুল সার্ভিস দুর্নীতিতে ইডির হেফাজতে থাকায় মন্ত্রিত্ব হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গুঞ্জন চলছিল নতুন মন্ত্রীসভা গঠন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু না শুধু রদবদল ঘটবে কয়েকটি দপ্তরে।
তিনি (CM Mamata Banerjee) জানালেন, ‘কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই’ । মুখ্যমন্ত্রী বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। তাই মন্ত্রিসভার রদবদল হবে’।
তিনি আরও বলেন বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল হবে। দায়িত্বে আসছেন ৫-৬ জন নতুন মুখ। বাদ যাবেন ৪-৫ জন। ReadMore: Dinhata MLA Udyan Guha: মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন উদয়ন গুহ! তুঙ্গে জল্পনা
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊