দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিল সিবিআই
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার (Delhi Deputy Chief Minister Manish Sisodia) বাড়িতে হানা দিল সিবিআই (CBI raid)। সিবিআই সূত্রে খবর, দিল্লির ২১টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে। এদিন সকালে আবগারী নীতি- মামলার সূত্রে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দিল্লির উপমুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, সিবিআই এসেছে। লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যত্ গড়ে তোলার চেষ্টা হচ্ছিল। এ দেশে যাঁরাই ভাল কাজ করেন, তাঁকেই এইভাবে হয়রানি করা হয়।
তিনি ট্যুইটে আরও লেখেন, দিল্লির শিক্ষা এবং স্বাস্থ্যের দুর্দান্ত কাজ দেখে এরা চিন্তিত। সেজন্য দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে যাতে শিক্ষা স্বাস্থ্যের ভালো কাজ বন্ধ করা যায়। আমাদের দুজনের বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ রয়েছে। আদালতে সত্য বেরিয়ে আসবে।
তিনি আরও লেখেন, ,' তোমার ষড়যন্ত্র আমি ভাঙতে পারব না। আমি দিল্লির লক্ষাধিক শিশুর জন্য এই স্কুলগুলি তৈরি করেছি। লক্ষ শিশুর জীবনে যে হাসি এসেছে সেটাই আমার শক্তি। তোমার উদ্দেশ্য আমাকে ভাঙার । '
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊