SSC Scam: বিপাকে প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, লুক আউট নোটিস জারি CBI- র

Manik Bhattacharya




শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরো বিপাকে প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বেশ কিছুদিন খোঁজ খবর না মেলায় অবশেষে লুক আউট নোটিস জারি করলো সিবিআই। সিবিআইয়ের তরফে বিমানবন্দর গুলিতে লুক আউট নোটিস জারি করা হয়েছে বলে জানা গেছে।



সূত্রের খবর, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। নাগাল পেতেই বিভিন্ন বিমান বন্দরে নোটিস জারি করেছে সিবিআই।




নিয়োগ দুর্নীতি মামলায় অপসারিত পর্ষদ সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে শেষ তলব করার দেড় সপ্তাহ কেটে গেলেও হাজিরা দিতে যাননি। বন্ধ তাঁর মোবাইল ফোনও। টানা কেন্দ্রীয় সংস্থার তলব এড়াচ্ছেন তিনি। এমনই খবর ইডি সূত্রে। অন‍্যদিকে সিবিআই সূত্রেও দাবি তাঁর কোনো খোঁজ নেই।




বারবার হাজিরা এড়ানোর অভিযোগ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। এমনটাই খবর। আর বারবার হাজিরার এড়ানোর জের কড়া পদক্ষেপের পথে ইডি। জানা যাচ্ছে বারেবারে হাজিরার জন‍্য ডাকা হচ্ছে মানিক ভট্টাচার্যকে কিন্তু এড়িয়ে যাচ্ছেন তিনি। ফোনে যোগাযোগ করা হলেও সাড়া দিচ্ছেন না মানিক ভট্টাচার্য।