Anubrata Mandal: টাকার পাহাড়ের হদিস অনুব্রতের কাছে! বাজেয়াপ্রাপ্ত করলো CBI

Anubrata Mandal



শিক্ষক দুর্নীতির পর এবার গরু পাচার কাণ্ডেও টাকার পাহাড়ের হদিস। কয়েকদিন আগেই গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে টাকার পাহাড়। বুধবার তৃণমূল নেতা, তাঁর মেয়ে-সহ একাধিক আত্মীয়র ফিক্সড ডিপোজিটের হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্রাপ্ত করেছে সিবিআই।




গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling) অনুব্রতর সম্পত্তির খোঁজে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। সূত্রের খবর বুধবার সিবিআই অফিসাররা বোলপুরে পূর্বপল্লির বাড়িতে হানা দিয়ে অনুব্রতর চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে। ডাকা হয়েছিল দুই ব্যাংক কর্মীকেও। তারপর নিচুপট্টির বাড়িতে মাত্র ১০ মিনিটের জন্য ছিলেন সিবিআই কর্তারা। সূত্রের দাবি, তদন্তে সহযোগিতা করেননি সুকন‍্যা। সেখানে সুকন‍্যাকে জেরা করতেই গিয়েছিল সিবিআই।


এরপর তদন্তকারী দল বোলপুরের এক ব‍্যাঙ্কে হানা দিয়ে ম‍্যানেজার ও ব‍্যাঙ্ক কর্মীদের সাথে কথা বলে জানতে পারেন টাকার কথা এমনটাই সূত্রের দাবি। সূত্রের খবর, বোলপুরের ওই ব্যাংকেই অনুব্রত এবং তার আত্মীয়দের একাধিক ফিক্সড ডিপোজিটের হদিশ পায় সিবিআই। ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ওই অ্যাকাউন্টগুলিকে বাজেয়াপ্ত করা হয় বলে খবর। সূত্রের দাবি মোট ১৬ কোটি ৯৭ লক্ষ টাকা বাজেয়াপ্রাপ্ত করেছে সিবিআই। কোথা থেকে এল এত টাকা? গরুপাচারকাণ্ডে লেনদেনেই কি এত টাকা? গরুপাচারের সঙ্গে বাজেয়াপ্ত হওয়া টাকার সম্পর্ক খতিয়ে দেখছে সিবিআই (CBI)।