CHC on SSC: SSC-র নিয়মে 'রদবদল' উচ্চ আদালতের
Calcutta High Court |
এসএসসি আইনের (SSC) রদবদল করল কলকাতা হাইকোর্ট (high court)। আজ কলকাতা হাইকোর্ট এসএসসি-র বদলির (transfer) ক্ষেত্রে একটি নিয়ম পাল্টে দিল। এত দিন ৫ বছরের কম চাকরির মেয়াদকালে (tenure) বদলি করা যেত না। এমনকি শারীরিক অসুস্থতা থাকলেও আটকে যেত বদলি।
বর্ধমানের হামিদা খাতুন শারীরিক ভাবে অসুস্থ থাকলেও বদলি নিতে পারেনি। সেই জল গড়ায় হাইকোর্টে। তাঁর যুক্তি ছিল, শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ পথ পেরিয়ে স্কুলে যোগ দিতে পারছেন না। আসা-যাওয়া মিলিয়ে প্রায় ৪০০ কিলোমিটার পথ তাঁকে অতিক্রম করতে হত, দিতে হত বাড়তি খরচও। আজ হামিদা খাতুনের সেই মামলায় নিয়মেরই বদলের নির্দেশ দিল আদালত। শারীরিক অসুস্থতা (physical problem) থাকলেও বদলি কার্যকরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৫ বছরের কম চাকরির মেয়াদেও বদলি কার্যকর, নির্দেশ হাইকোর্টের।
বিচারপতি রাজশেখর মান্থা জানালেন, পাঁচ বছরের আগে বদলি করা যাবে না, এই নিয়ম এই শিক্ষিকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাড়ির কাছাকাছি কোনও একটি স্কুলে তাঁকে বদলির জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এদিন বিচারপতি, ৬ সপ্তাহের মধ্যে বদলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন। পাশাপাশি বিচারপতির মন্তব্য,'অসুস্থতা কি ডাকবিভাগে বলে আসে? যে কোনও সময় যে কেউ অসুস্থ হতে পারেন।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊