এড়ালেন CBI হাজিরা, অসুস্থতা নিয়ে গেলেন SSKM- এ, ভর্তি নিল না অনুব্রতকে
গরু পচার কাণ্ডে আজ সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা জানিয়ে চলে গেছেন SSKM- এ। কিন্তু, আজ আর ভর্তি করা হল না তাঁকে। সোমবার দুপুর নাগাদ SSKM- এ পৌঁছান অনুব্রত। তৈরি ছিল উডবার্নের ২১৬ নং কেবিন। গঠিত হয় সাত সদস্যের মেডিকেল বোর্ড। তবে সূত্রের খবর, এদিন অনুব্রতের ভর্তি নিয়ে দ্বিধাবিভক্ত ছিল হাসপাতালের ডাক্তাররা। একদল ভর্তি নিয়ে চিকিৎসখ করানোর পক্ষে অপরদল পরীক্ষা না করিয়ে ভর্তি নেওয়ার পক্ষে সায় ছিল না। অবশেষে নাকি বৈঠক হয়। বৈঠকের পর অনুব্রতকে ভর্তি করার প্রয়োজন নেই বলে জানিয়ে দেয় SSKM।
অনুব্রত মণ্ডল পৌঁছনোর পর, একে একে মেডিক্যাল বোর্ডের ৭ সদস্য তাঁকে পরীক্ষা করে। প্রায় ১ ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর জানিয়ে দেওয়া হয়, এখন অনুব্রত মণ্ডলকে ভর্তি করার প্রয়োজন নেই। পুরনো যা সমস্যা রয়েছে, তার জন্য আগের ওষুধই চলবে। নতুন সমস্যা দেখা দিলে আউটডোরে এসে দেখাতে বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকেও এই বিষয়টা জানিয়ে দেন মেডিক্যাল টিমের সদস্যারা।
গরু পাচারকাণ্ডে এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ন’বার তলব করেছে CBI। এ’নিয়ে ৮ বার তিনি হাজিরা এড়ালেন। ১৯ মে, প্রথম ও শেষবার এই মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊