Latest News

6/recent/ticker-posts

Ad Code

বছর বাইশের তরুনী সুপ্রিয়ার অভিনব উদ্যোগ

নিজের মাথার চুল দিল উওর দিনাজপুর রায়গঞ্জ এর বছর বাইশের তরুনী সুপ্রিয়া বিশ্বাস

supriya biswas



সমাজের রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা এককভাবে বিভিন্ন সহৃদয় ব্যক্তি আর্ত মানুষদের সেবায় স্বেচ্ছায় রক্তদান করেন বা অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করেন। কিন্তু এবার শরীরের রক্ত বা অঙ্গ প্রত্যঙ্গ নয়,এবার নিজের মাথার চুল দিল উওর দিনাজপুর রায়গঞ্জ এর বছর বাইশের তরুনী সুপ্রিয়া বিশ্বাস।

ইতিহাসে এম এ পাঠরতা ছাত্রী স্বামীর এবং বাড়ির সকলের অনুমতি নিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীকে চুল দিল।

দুইবছর ধরে সে নিজের মাথার চুল যত্ন বড় করে তুলেছে‌। কিছুদিনের মধ্যেই তার সেই চুল হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গল সংস্থার মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীর মাথায় ব্যবহার হবে।

সুপ্রিয়ার কথায় সমস্ত বাধা অতিক্রম করে সমাজের মেয়েরা এই ভাবেই আরো বেশি করে এগিয়ে আসুক ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে থাকার বার্তা দিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code