UPI লেনদেনের উপর চার্জ বসানোর চিন্তাভাবনা করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
UPI ফ্রীতে ব্যবহার করবার দিন কি এবার ফুরালো ! এমনই কথা জানাযাচ্ছে বিভিন্ন মিডিয়া সূত্রে। UPI লেনদেনের উপর চার্জ বসানোর চিন্তাভাবনা করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
NPCI রিপোর্ট অনুসারে, UPI লেনদেন মাসে মাসে ৭.১৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। একই সময়ে, লেনদেনের মূল্য বছরে ৪.৭৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। জি বিজনেসের রিপোর্ট অনুযায়ী, এত সংখ্যক লেনদেন দেখে এখন রিজার্ভ ব্যাঙ্ক UPI-র উপর চার্জ ধার্য করার কথা ভাবছে।
গত ১৭ তারিখ একটি আলোচনা পত্র পেশ করে আরবিআই। সংশ্লিষ্ট সদস্যদের থেকে এই বিষয়ে পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই তালিকায় UPI সহ রয়েছে, IMPS, RTGS, NEFT এমনকি কার্ড পেমেন্ট যেমন ডেবিট/ক্রেডিট এবং প্রি-পেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (PPI)।
এই আলোচনা পত্রে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট মহল থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে আরবিআই তাদের নীতিমালা গঠন করবে। পাশাপাশি দেশের বিভিন্ন অর্থপ্রদান পরিষেবা ও ক্রিয়াকলাপের জন্য অতিরিক্ত চার্জের সিদ্ধান্তে আলোকপাত করবে তারা।
আরবিআই এর মতে, UPI লেনদেনের ধরণ অনুযায়ী একটি চার্জ ব্র্যাকেট তৈরি করা উচিত। UPI এ ফান্ড ট্রান্সফারের সিস্টেম অনেকটা IMPS এর মতো। তাই চার্জের ক্ষেত্রেও নিয়ম একই হওয়া উচিত। আরবিআই এর কথায়, একটি UPI লেনদেনে একাধিক সদস্য যুক্ত থাকে। যেমন প্রেরক, সুবিধাভোগী ব্যাঙ্ক, প্রদানকারী এবং প্রাপকের UPI অ্যাপ, তাদের PSP ব্যাঙ্ক এবং ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন। এই অংশগ্রহণকারীদের সমন্বয়েই সম্পূর্ণ লেনদেনের নিষ্পত্তি হয়।
এই পুরো প্রক্রিয়াটি বাস্তবায়িত করার জন্য অনেক সংস্থান এবং বিনিয়োগের প্রয়োজন হয়, যা বাড়তি খরচের দিকে নিয়ে যায় সংস্থাগুলিকে। তাই এই চার্জ বসানোর চিন্তাভাবনা করছে আরবিআই। তারা জানায়, অর্থনৈতিক কার্যকলাপে কোনোরূপ বিনামূল্য পরিষেবার প্রশ্ন ওঠে না। যদি না সেই পরিষেবা জাতির কল্যাণের জন্য উৎসর্গ করা হয়।
পাশাপাশি আরবিআই এও জানিয়েছে, এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরো বিষয়টি প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সদস্যদের থেকে আগামী ৩ অক্টোবরের মধ্যে এই বিষয়ে যথাযথ প্রতিক্রিয়া এবং পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অনেকের প্রশ্ন যদি UPI লেনদেনে চার্জ বসানো হয়, তাহলে কি লেনদেনের মূল্যের উপর ভিত্তি করে মার্চেন্ট ডিসকাউন্ট রেট আরোপ করা হবে নাকি লেনদেনের মূল্য নির্বিশেষে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ করা উচিত? এই বিষয়ে আপাতত কোনও প্রতিক্রিয়া বা বিবৃতি জারি করেনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
রিজার্ভ ব্যাঙ্ক ডেবিট কার্ড লেনদেনের উপর চার্জ আরোপ করার কথাও ভাবছে। এছাড়াও, Rupay কার্ডকে অন্যান্য ডেবিট কার্ড থেকে আলাদা বিবেচনা করা উচিত কিনা সে বিষয়েও উত্তর চাওয়া হয়েছে। সরকার ২০২০ সালের ১ জানুয়ারি থেকে RuPay ডেবিট কার্ড এবং UPI চার্জ-মুক্ত করেছিল।
আপনার মতামত জানাতে ভুলবেন না। UPI পেমেন্ট কি বিনামূল্যেই রাখা উচিৎ ? কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনার বক্তব্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊