IGNOU তে আজাদী কা অমৃত মহোৎসব
নিজস্ব সংবাদ :আজ কলকাতা বিকাশ ভবনে ইগনু (IGNOU) আঞ্চলিক কেন্দ্রে মহা সমারোহে পালিত হলো ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। ঠিক সকাল দশটায় বিকাশ ভবনের মাঠে ইগনু র আঞ্চলিক অধিকর্তা, উপ অধিকর্তা দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মী বৃন্দদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বীরের রক্ত হবেনাকো ব্যর্থ এই স্লোগান এর মধ্যে সমবেত সবাই জাতীয় পতাকা কে অভিবাদন জানান।
পরে আঞ্চলিক অধিকর্তা ড :শিব কুমার জি এন তাঁর বক্ত্যব্যে দেশের পরাধীনতার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে স্বাধীনতা প্রাপ্তির আনন্দ নিয়ে ভারতমাতার শৃঙ্খল মোচন কাহিনী তুলে ধরেন।
ব্রিটিশ শক্তি প্রায় দুশো বছর যে ভাবে শোষণ ও শাসন করে সাধারণ মানুষের উপরে অত্যাচার চালিয়েছিলেন তা বলতে গিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর দেশপ্রেমিক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু, জওহরলাল নেহেরু, ভগৎ সিং, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শ্রী অরবিন্দ, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদারসহ অসংখ্য বীর সেনানি র রক্তদান ও আত্মদান প্রসঙ্গ ও তুলে ধরেন।
আঞ্চলিক অধিকর্তা র পরে অন্যান্য অধিকারীকেরাও আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন।
পরিশেষে সামবেতো সবার কণ্ঠে জাতীয় সঙ্গীত জন গণ মনো অধিনায়ক জয় হে গান গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊