Independence Day: স্বাধীনতা দিবসে 'পঞ্চসংকল্প' ঘোষণা, আগামী ২৫ বছরের রোডম্যাপ জানালেন প্রধানমন্ত্রী
আজ ১৫ই আগস্ট দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস। প্রথা অনুযায়ী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপর লালকেল্লা জাতির উদ্দ্যেশে ভাষন দিলেন তিনি। এদিন লালকেল্লা থেকে আগামী ২৫ বছরের রোডম্যাপ জানালেন প্রধানমন্ত্রী। ঘোষনা করলেন 'পঞ্চসংকল্প'।
নরেন্দ্র মোদির কথায়, 'আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৫ বছরে ৫ পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতে হবে। গোটা পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে। ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক আশা। পুনর্চেতনা, পুনর্জাগরণের সময় এসেছে। গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে। তাই এবার স্বাধীনতার ১০০ বছরের লক্ষ্য নিয়ে এগিয়ে চলি আমরা।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত পাঁচ সংকল্প:
প্রথম সংকল্প- বিকশিত ভারত
দ্বিতীয় সংকল্প- দাসত্ব থেকে মুক্তি
তৃতীয় সংকল্প- উত্তরাধিকার নিয়ে গর্ব
চতুর্থ সংকল্প- ঐক্যবদ্ধ থাকতে হবে
পঞ্চম সংকল্প- নাগরিক কর্তব্যে অবিচল থাকতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊