2014 Primary TET Pass not include candidates

kolkata high court



রাজ্যজুড়ে একাধিকবার আন্দোলনে নামতে দেখা গেছে 2014 Primary TET Pass not include প্রার্থীদের । 2014 Primary TET Pass not include প্রার্থীরা জানান, ২০২০ সালের ১১ই নভেম্বর মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে প্রেসমিট করে বলেন ২০১৪ সালের সকল টেট পাশ চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে কিন্তু এই প্রতিশ্রুতির প্রায় দু বছর পরেও কোনো রকম কোনো সুরাহা এখনো মেলেনি তাদের।

তাদের বক্তব্য,২০২০ সালে ২৫ নভেম্বর থেকে ২ রা ডিসেম্বর অনলাইন ফরম ফিলাপ হয় এবং ২০২১ সালের ১০ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ হয় তারপরে ১৫ ই ফেব্রুয়ারি আমাদের নম্বর ছাড়া অস্বচ্ছ মেধা তালিকা প্রকাশিত হয়।


তবে এবার খুশির খবর রয়েছে 2014 Primary TET Pass not include প্রার্থীদের জন্য। 2014 প্রাইমারি টেট পাশ not include candidates থেকে প্রায় আরো 1114 জনকে নিয়োগ করার জন্য কেস পিটিশনারদের সাথে প্রাইমারী পর্ষদকে আলোচনায় বসতে বললো কলকাতা হাইকোর্ট। আরও পড়ুনঃ Janmashtami 2022 Date and Time- কৃষ্ণ জন্মাষ্টমীর তিথি-সময় এবং গুরুত্ব 

প্রসঙ্গত 16500 নিয়োগের শূন্যপদ কতো বাকি আছে সেই নিয়ে RTI করার পর মামলা করা হয়। আজ সেই মামলার প্রসঙ্গে আদালত এই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। এই কেসের আগামী শুনানি 22 শে আগস্ট, 2022 । তবে আজকের এই আদেশের ফলে আশার আলো দেখা যেতে পারে বলেই অনেকেরই ধারণা । 2014 Primary TET Pass not include প্রার্থীদের থেকে আরও বেশ কয়েকশ প্রার্থীর চাকরী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আরও পড়ুনঃ primary tet : বৈঠক শেষ, কি আশ্বাস মিললো প্রাথমিকের নটইনক্লুডেড চাকরিপ্রার্থীদের