Latest News

6/recent/ticker-posts

Ad Code

Utsashree : শিক্ষক-শিক্ষিকার বদলিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

শিক্ষক-শিক্ষিকার বদলিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট



High Court, Primary Education
Calcutta High Court




শিক্ষক-শিক্ষিকার বদলিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (High court)। এদিন এক মামলায় আদালত জানিয়ে দিল স্বাস্থ‍্য সংক্রান্ত কোনো সমস‍্যায় বদলির আবেদন করলে সেবিষয়ে স্কুলের আলোচনা কোনো বিষয় নেই। এই নিয়ে কোনওরকম প্রশ্ন থাকলে স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক বা সমতুল পদাধাকারিকের কাছে ওই সমস্ত চিকিৎসার নথি পাঠাতে হবে।




পাশাপাশি বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, স্কুলে কম শিক্ষক থাকলেও বদলির আবেদন ফেরানো যাবে না। আদালত স্পষ্ট বক্তব‍্য স্বাস্থ্য সংক্রান্ত কারণে যদি কোনও শিক্ষক বদলির আবেদন করেন তাহলে তা নিয়ে আলোচনা-পর্যালোচনা করার এক্তিয়ার নেই স্কুলের। স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক বা সমতুল পদাধাকারিকের কাছে সমস্ত চিকিৎসার নথি পাঠাতে হবে যদি কোনো প্রশ্ন থাকে। পাশাপাশি স্কুলে শিক্ষক কম এই যুক্তিতেও কোনও বদলির আবেদন ফেরানো যাবে না।




নানারকম স্ত্রী রোগে আক্রান্ত হওয়ায় পুরুলিয়ার ঝালদার বামুন ডিহি জুনিয়র হাইস্কুলের শিক্ষিকা সরস্বতী পূর্তি ২৫শে ফেব্রুয়ারি বদলির আবেন করেন। জানা যায়, অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। বদলির আবেদন করলেও এনওসি দেয়নি স্কুল। ২০১০ সাল থেকে কর্মরত আছেন ওই শিক্ষিকা। স্কুলে শিক্ষকের অভাব থাকায় বদলির জন‍্য এনওসি দেয়নি স্কুল এমনটাই জানানো হয়। এরপর আদালতের দ্বারস্থ হন ওই শিক্ষিকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code