Breaking News: প্রাথমিক শিক্ষক মামলায় শুনানি শেষ, রায়দান স্থগিত, কবে রায় দেবে আদালত?


High Court, Primary Education
Calcutta High Court



প্রাথমিক দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) শুনানি শেষ, রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এদিন শুনানি প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি শেষ হয়। প্রাথমিক দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) আদালতের নির্দেশে তদন্ত করে সিবিআই। এর আগে আজ মঙ্গলবারের মধ‍্যে তদন্তের রিপোর্ট পেশ করতে সিবিআই (CBI) কে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)।



বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করে সিবিআই (CBI)। মুখবন্ধ খামে রিপোর্ট পেশ সিবিআই-এর। চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত সব পক্ষকেই বক্তব্য জমা দেওয়ার সুযোগ দিলেন আদালত (Calcutta Highcourt)। বক্তব্য লিখিত আকারে জমা দিতে পারবে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষ।




আগামী সপ্তাহে যেকোনো দিন মামলার চূড়ান্ত রায়দান করবে আদালত। আরও পড়ুনঃ এবার রাজ্যের কলেজগুলিতে ক্লার্ক সহ একাধিক অশিক্ষক কর্মী পদে প্রচুর নিয়োগ