COVID 19 Updates:ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ, রাজ্যে দৈনিক সংক্রমণ ৩হাজার ছুঁইছুঁই
ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। দৈনিক করোনা সংক্রমণ ৩ হাজার ছুঁইছুঁই। কপালে চিন্তার ভাঁজ। ফের কি দেখতে চলেছি সেই ঘন কালো দিন। এমনটাই আশঙ্কায় আতঙ্ক বাড়ছে। রাজ্যে করোনায় একদিনে সংক্রমণ যখন তিন হাজারের দোরগোড়ায় তখন করোনার বলি ৪ জন।
রাজ্য স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ৯৭৯ জন। রাজ্যে করোনায় পজিটিভিটি রেট বেড়ে ১৯ শতাংশ। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৬৬১ জন। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬৫৫ জন।
এদিকে দেশেও করোনা গ্রাফ এক ধাক্কায় বাড়লো কিছুটা। একদিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid19) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯০৬ জন। গতকালের সংক্রমণের নিরিখে প্রায় তিন হাজার বেশি। ২৪ ঘণ্টায় দেশে করোনায় (India Corona) মৃত্যু হয়েছে ৪৫ জনের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊