SSC HEAD CONSTABLE: পুরুষ ও মহিলা হেড কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি
Staff Selection Commission -এর অধীনে হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা Staff Selection Commission র অফিশিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এ গিয়ে আবেদন করতে পারেন।
পদের নাম- হেড কনস্টেবল (পুরুষ) SSC HEAD CONSTABLE
মোট শূন্যপদ- ৫৭৩ টি। (UR- ২১৩ টি, EWS- ৫৮ টি, OBC- ১২৮ টি, SC- ১০৬ টি, ST- ৬৮ টি)
পদের নাম- হেড কনস্টেবল (মহিলা) SSC HEAD CONSTABLE
মোট শূন্যপদ- ২৮৪ টি। (UR- ১০৭ টি, EWS- ২৯ টি, OBC- ৬৩ টি, SC- ৫২ টি, ST- ৩৩ টি)
SSC HEAD CONSTABLE বয়স- ০১/০৭/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
SSC HEAD CONSTABLE শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান এবং অংক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা NTC অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমের কোর্স করা থাকতে হবে।
এছাড়াও ১৫ মিনিটে ১০০০ টি ইংরেজি শব্দ প্রেস করার দক্ষতা রাখতে হবে এবং বেসিক কম্পিউটার ফাংশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
SSC HEAD CONSTABLE বেতন- পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
SSC HEAD CONSTABLE আবেদন ফি- ১০০ টাকা
SC/ ST/ এক্স সার্ভিস ম্যান এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
SSC HEAD CONSTABLE আবেদন করার শেষ তারিখ- ২৯ জুলাই ২০২২।
বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন: Official Notification Click Here
আবেদন করতে ক্লিক করুন: Click Here for Apply Now
অফিশিয়াল ওয়েবসাইট: See Official Website Click Here
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊