dollar rate today live : ডলারের তুলনায় ফের কমল টাকার দাম, জেনে নিন বর্তমান দাম
মুম্বই: ব্লুমবার্গ জানিয়েছে, বুধবার ডলারের (US Dollar) তুলনায় টাকার (Indian Rupee) বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৭৯ টাকা ৬৩ পয়সা। এদিন একটা সময় টাকার দাম পড়ে হয় ৭৯ টাকা ৫০ পয়সা। তখনই ডলারের (US Dollar) তুলনায় টাকার (Indian Rupee) দাম ২০ স্পর্শ করবে বলে আশঙ্কা দেখা দেয়। তবে শেষ মুহুর্তে কিছুটা পতন রুখে টাকার (Indian Rupee) দাম ৭৯ টাকার ৬৩ পয়সায় পৌছয়। তবে আজ আরও বেড়ে দাঁড়িয়েছে ৭৯ টাকা ৭৩ পয়সায় (1 dollar in rupees today)।
সংবাদসংস্থা পিটিআই অবশ্য জানিয়েছে, ৩ পয়সা পড়ে টাকার দাম দাঁড়িয়েছে ৭৯ টাকা ৬২ পয়সা প্রতি ডলার (US Dollar)। দিনের শুরুটা অবশ্য ভালােই ছিল। ব্যারেল প্রতি অপরিশােধিত খনিজ তেলের দাম ১০০ ডলারের নীচে নেমে আসার খবরে টাকার দাম বাড়তে থাকে।
প্রসঙ্গত ডলার (US Dollar) মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রবর্তিত, যা আন্তর্জাতিক অর্থনীতি তথা আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা। এই কারণেই ডলারের মূল্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রিত হয়। ১৭৬০ সালে প্রথম ডলার (US Dollar) ছাপানো হয় এবং তা মুদ্রা হিসেবে সবার কাছেই গ্রহণযোগ্য হয়। পাঁচটি মার্কিন অঞ্চল এবং এগারটি দেশ তাদের সরকারী মুদ্রা হিসেবে মার্কিন ডলার ব্যবহার করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊