Latest News

6/recent/ticker-posts

Ad Code

Big Breaking: আদালতের নির্দেশে SSC শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ

Big Breaking: আদালতের নির্দেশে SSC শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ

Wbcssc




অবশেষে আদালতের নির্দেশে মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এদিন আদালতের নির্দেশে নবম-দশম (SSC IX-X Candidate List) শিক্ষক নিয়োগের একাডেমিক নম্বর, লিখিত পরীক্ষার নম্বর এবং ইন্টারভিউয়ের নম্বরের বিভাজন সহ মেধাতালিকা প্রকাশ করা হল।



নবম দশম শিক্ষক নিয়োগে আদালত একাডেমিক নম্বর, লিখিত পরীক্ষার নম্বর এবং ইন্টারভিউয়ের নম্বরের বিভাজন সহ মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল আর সেই মতোই প্রকাশিত হল মেধা তালিকা।


দেখুন স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত মেধা তালিকা: 




গত বৃহস্পতিবার এনআইসি, সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশনের প্রযুক্তিবিদ এবং টেকনিক্যাল এক্সপার্টরা সার্ভারের অ্যাক্সেস নিয়ে কাজ করছিলেন। সার্ভার রুমে সিবিআই অফিসারদের উপস্থিতিতে সমস্ত কাজ হয় দুদিন ধরে। এই কাজকর্ম করেছেন এসএসসি এবং বিভিন্ন টেকনিক্যাল এক্সপার্টরা। সেখানেই চলছিল কাজ এমনটাই ছিল খবর। অবশেষে স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশ মতো মেধা তালিকা প্রকাশ করলো‌

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code