Click here to view individual Application form of candidates of 1st SLST, 2016(Class IX and X)
২০১৬ সালের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছেন, শিক্ষক নিয়োগের জন্য যে মেধা তালিকা তৈরি হয়েছে, তা প্রকাশ করতে হবে।
শুধু তাই নয়, পরীক্ষায় প্রার্থীরা কত নম্বর পেয়েছেন, ইন্টারভিউতে কত নম্বর পেয়েছেন এবং শিক্ষাগত যোগ্যতায় কত নম্বর পেয়েছেন – সবিস্তারে জানাতে হবে। বিচারপতি গাঙ্গুলি ১৭ জুন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছেন।
প্রসঙ্গত, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোমা সিনহা ও শিউলি খাতুন নামে দুই চাকরিপ্রার্থী। তাঁরা আদালতে আলাদা আলাদাভাবে মামলা করেছিলেন। এই মামলার শুনানিতেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে প্যানেল প্রকাশ করা হলেও নম্বর প্রকাশ করা হয়নি। নিয়োগের ক্ষেত্রেও টাকার লেনদেন হয়েছে , এমন অভিযোগও সামনে এসেছে।
আজ কোর্টের নির্দেশে নবম-দশমের মেধাতালিকা আবার প্রকাশ করল এস এস সি । দেখে নিন সেই তালিকা- http://www.westbengalssc.com/
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊