Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগে আদালতে ভুল স্বীকার করল রাজ্য

Primary Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগে আদালতে ভুল স্বীকার করল রাজ্য



High Court, Primary Education
Calcutta High Court



প্রাথমিক শিক্ষক নিয়োগে আদালতে ভুল স্বীকার করল রাজ্য। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিয়োগ নিয়ে কার্যত ভুল স্বীকার করলো রাজ‍্য।কেবলমাত্র অতিরিক্ত পানেলে ভুল ছিল এমনটা জানিয়েই ভুল স্বীকার করলো রাজ‍্যের অ্যাডভোকেট জেনারেল। 



কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং লপিতা ব্যানার্জীর এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে  ভুল স্বীকার করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। 



২০১৭ সালে তৈরি হওয়া অ্যাডিশনাল প্যানেল তৈরিতে ভুল হয়ে থাকতে পারে এমনটাই মন্তব্য করেছেন অ্যাডভোকেট জেনারেল বলেই সূত্রের খবর। এছাড়া আর কোন ভুল নেই বলেই দাবি করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। 



ভুল স্বীকার করলেও কোনও অপরাধমূলক প্রবণতা ছিল না পর্ষদের বলেই দাবি এজির। ৫৯ হাজার নিয়োগে শুধু মাত্র এই একটা প‍্যানেলেই ভুল হয়েছে। আর তাই আর সিবিআই তদন্তের দরকার নেই বলেই জানান তিনি। 


এজির দাবি ২৭৩ জনের লিস্টটিতেই কেবল ভুল ছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code