Today Weather Report : উত্তরবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর


village nature




উত্তরবঙ্গের ধান চাষিদের মুখে অবশেষে স্বস্তির ছাপ। গতকাল বিকেল থেকে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় খুশির হাওয়া। তবে আজ দুপুর থেকেই আবার প্রখর রৌদ্র। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?


UTTAR BANGA KRISHI VISWAVIDYALAYA ,AMFU-Pundibari এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী ২৭ থেকে ৩১ জুলাই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে।




এখন দেখে নিন উত্তরবঙ্গের কয়েকটি জেলার আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর।



কোচবিহার- আগামী ২৭ জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ২৮ ও ২৯ জুলাই মাঝারি বৃষ্টি, ৩০ ও ৩১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।




আলিপুরদুয়ার- আগামী ২৭ ও ২৮ জুলাই মাঝারি বৃষ্টি, ২৯, ৩০ ও ৩১ জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।




জলপাইগুড়ি- আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই মাঝারি বৃষ্টি, ৩০ ও ৩১ জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।




উত্তর দিনাজপুর- আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই মাঝারি বৃষ্টি, ৩০ ও ৩১ জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

Post a Comment

thanks