SSC Teacher Recruitment : নবম-দশমের নতুন নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ উচ্চ আদালতের
স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম -এ শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নবম-দশমের নতুন নিয়োগ তালিকা (Recruitment List) প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৬ অগাস্টের মধ্যে তালিকা প্রকাশ করতে বলা হয়েছে।
এর পাশাপাশি এদিন বিচারপতি জানতে চান, "নির্দিষ্ট অনুপাতের বাইরে অতিরিক্ত কাদের ডাকা হয়েছিল ইন্টারভিউতে ? এই অতিরিক্ত প্রার্থীদের মধ্যে কারা নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন ?" এছাড়াও এদিন সার্ভাররুম নিয়ে বড় নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন, "এখনই সম্পূর্ণভাবে এসএসসির ডেটারুম খুলছে না", বলেও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
SSC নিয়োগে নতুন করে দুর্নীতির অভিযোগ উঠেছে। মেধা তালিকায় নাম না থাকা সত্বেও চাকরির অভিযোগ, সংরক্ষন নিয়মও মানা হয়নি বলেও অভিযোগ ওঠে বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই। হাইকোর্টের দৃষ্টি আকর্ষন করলে বিচারপতি নতুন করে মামলার অনুমতি দেন।
বিচারপতি নির্দেশে জানান, "নবম দশমের যে বিস্তারিত মেধাতালিকা এসএসসি প্রকাশ করেছে সেখানে যে তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে ১৬ অগাস্টের মধ্যে হলফনামা জমা দেবে এসএসসি। সিবিআই এবং এনআইসি-র উপস্থিতিতে ডেটা রুম খুলতে পারবে এসএসসি।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊