Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Scam: টালিগঞ্জ, বেলঘরিয়ার পর বাগুইআটি, হানা ইডির, ফের কি মিলবে গুপ্তধন?

SSC Scam: টালিগঞ্জ, বেলঘরিয়ার পর বাগুইআটি, হানা ইডির, ফের কি মিলবে গুপ্তধন?


Arpita
টালিগঞ্জ, বেলঘরিয়ার পর বাগুইআটি, হানা ইডির, ফের কি মিলবে গুপ্তধন? এই প্রশ্নের উত্তর মিলবে হয়তো রাতেই। আজ ফের ইডির হানা। আজ হানা দেওয়া হল বাগুইআটিতে। আটঘড়ার একটি বহুতলে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে ইডি (ED)। বহুতলের বি ব্লকে, ফ্ল্যাট নম্বর ৪০৪। বৃহস্পতিবার বিকেলে আচমকাই ওই ৯১১ স্কোয়্যার ফিটের ওই ফ্ল্যাটে হাজির হন ইডির তদন্তকারীরা।



ওই ফ্ল্যাটে কোনও নথি বা টাকা রাখা রয়েছে কিনা, সেই বিষয়ে খতিয়ে দেখতেই ওখানে যান ইডির আধিকারীকরা। তালা ভেঙে বাড়িতে ভিতরে ঢোকেন তাঁরা।



জানা যাচ্ছে ২০১৭ সালে ওই ফ্ল্যাট কেনেন অর্পিতা। ২০১৯-এ হয় রেজিস্ট্রি। তবে এরপর থেকে সেখানে যাননি তিনি। বহুতলের বাসিন্দারাও তাঁকে সেখানে যেতে দেখেননি।



২২ জুলাই বিকেলে অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্বার হয় 22 কোটি টাকা, গয়না, মোবাইল এবং বৈদেশিক মুদ্রা। পরের দিন গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও। বুধবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ২৯ কোটি ৯০ লক্ষ টাকা, ৫ কেজি সোনার বার, ৪.৩১ কোটি টাকার সোনা এবং প্রচুর জমির দলিল উদ্ধার করে ইডি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code