২০১৪ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভ
কোচবিহার:- উত্তরকন্যায় উত্তর চাই এই স্লোগানকে কার্যকর করে ২০১৪ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের চাকরিতে নিয়োগ না করায় আজ কোচবিহার ডিপিএসসি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো ২০১৪ প্রাইমারি টেট পাস প্রার্থীরা (TET Pass 2014)। তাদের আজকে মূল বিষয় ছিল ২০১৪ প্রাইমারি টেট পাস (PRIMARY TET PASS) নট ইনক্লুড সকল প্রার্থীদের ইনক্লুড করে অবিলম্বে দ্রুত নিয়োগ প্রদানের আবেদন।
আজ সকাল ১১ টা নাগাদ মিছিল করে এবং বিভিন্ন মন্ত্রীর প্রতি কি মুখোশ মুখে লাগিয়ে স্লোগান তুলে ডিপিএসসিতে আসেন ।
আন্দোলনকারীরা জানান, ২০২০ সালের ১১ই নভেম্বর মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে প্রেসমিট করে বলেন ২০১৪ সালের সকল টেট পাশ চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে কিন্তু এই প্রতিশ্রুতির প্রায় দু বছর পরেও কোনো রকম কোনো সুরাহা এখনো মেলেনি তাদের। এই প্রতিবাদে তাদের আজকের এই বিক্ষোভ । এছাড়াও তারা রুটির ওপর লেখেন নেতার ঘরে জমছে কোটি কোটি মোদের ঘরে জুটছে না রুটি।
আন্দোলনকারীরা আরও জানান,২০২০ সালে ২৫ নভেম্বর থেকে ২ রা ডিসেম্বর অনলাইন ফরম ফিলাপ হয় এবং ২০২১ সালের ১০ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ হয় তারপরে ১৫ ই ফেব্রুয়ারি আমাদের নম্বর ছাড়া অস্বচ্ছ মেধা তালিকা প্রকাশিত হয়। আমাদের এখনো কেন করা হয়নি সেটা আমাদের কাছে বড় প্রশ্ন তাছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনিও গ্রেফতার হলেন যতদূর সম্ভব এই এসএসসি দুর্নীতির কারণে ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং কোচবিহারের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে ও এসএসসি দুর্নীতির কান্ডের সাথে জড়িত ছিল। আমরা চাই ওর জেল হোক। এই অবস্থায় আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ নবান্ন সভাগৃহ থেকে প্রেস কনফারেন্স করে শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন মাননীয়া মুখ্যমন্ত্রী দেখিয়েছিলেন তা বাস্তবায়িত করে অবশিষ্ট পদে ২০১৪ প্রাথমিক টেট পাশ প্রশিক্ষিত নট ইনক্লুডেড সকল পরীক্ষার্থীদের অতিরিক্ত নিয়োগ প্রদান করে আমাদের বেকার যন্ত্রণা থেকে মুক্ত করুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊