Jalpaiguri News, Today News, Latest News, Breaking News, 


Ivory



জলপাইগুড়ি, সংবাদ একলব্যঃ

৬০ লক্ষ টাকা মূলের হাতির দাঁত আটক করলো বেলাকোবা বন দপ্তর, গ্রেফতার দুই আন্তর্জাতিক পাচারকারী।

গোপন সূত্রে খবর পেয়ে বেলাকোবা বন বিভাগের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে চলে এই অভিযান ।

মালবাজার এলাকা থেকে ওদলাবারি হয়ে হাতির দাঁত নেপালে পাচার করার চেষ্টা করছে এমন খবর পেয়েই বন বিভাগের বিশেষ দল ওয়াসাবাড়ি এলাকায় ফাঁদ পাতে ।

নির্দিষ্ট তথ্য অনুযায়ী একটি বাইকে করে যাওয়া দুই ব্যাক্তিকে আটক করতেই মেলে ২৪ কেজি ওজনের হাতির দাঁত, যার মূল্য ৬০ লক্ষ টাকা।

এর পরেই দুই ব্যাক্তিকে গ্রেফতার করে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে পেস করে বন দপ্তর।