Latest News

6/recent/ticker-posts

Ad Code

Spicejet Flight : স্পাইসজেটের বিমানে ধোঁয়া! দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ

SpiceJet Flight To Jabalpur Returns To Delhi After Crew Discovers Smoke In Cabin.


Spicejet



বিগত তিন মাসে এই নিয়ে সাত বার দুর্ঘটনার কবলে পড়লো Spicejet ! গত কয়েকদিন আগেই বিমান আকাশে উড়তেই ইঞ্জিনে আগুন লেগে যায়। পাইলটের সৌজন্যে সে যাত্রায় প্রাণ রক্ষা পায় যাত্রীদের। আজ ফের একবার দুর্ঘটনার কবলে পড়লো স্পাইসজেটের যাত্রীবাহী বিমান।


সংবাদ সংস্থা ANI সূত্রে জানা যায়, আজ সকালে দিল্লি থেকে জবলপুরগামী স্পাইসজেটের (Spicejet) বিমানে ধোঁয়া (Smoke) দেখতে পান বিমান কর্মীরা। দ্রুত বিমানটিকে দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।


জানা গিয়েছে, বিমানটি (Spicejet) যখন ৫ হাজার ফুট উচ্চতায় ছিল, তখন বিমানের (Spicejet) মধ্যে ধোঁয়া (Smoke) দেখা যায়। স্পাইসজেটের মুখপাত্র জানিয়েছেন, সব যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে।


এদিন বিমানে প্রায় ৫০ জনের মতন যাত্রী ছিলো বলে আনঅফিসিয়াল সূত্রে জানা গিয়েছে। প্রত্যেকেই সুস্থ আছেন বলে জানা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code