Recruitment Scam: রাজ্যের অস্থায়ী পদে নিয়োগেও দুর্নীতি! আদালতে মামলা
Calcutta High Court |
স্কুলে নিয়োগ দুর্নীতিতে যখন উত্তাল রাজ্য তখন রাজ্যের দমকল বিভাগে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। এবার রাজ্যের বিভিন্ন দপ্তরে ডাটা এন্ট্রি অপারেট-সহ একাধিক অস্থায়ী পদে নিয়োগেও দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরি প্রার্থীরা।
২০২১ সালে সাড়ে ৫ হাজার এবং ২০২২ সালে ১৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)-সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে। বিজ্ঞপ্তি জারি হলেও মানা হয় না কোনো নিয়ম এমনটাই অভিযোগ। গাইডলাইনও মানা হয়নি বলে অভিযোগ। এমনকি গোটা নিয়োগ প্রক্রিয়া বেআইনি এবং টাকার বিনিময়ে চাকরির অভিযোগ উঠেছে।
আইনজীবীর দাবি, এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন গ্রহনের শেষ তারিখ থেকেই শুরু হয় ইন্টারভিউ। কি করে শেষ তারিখ থেকে ইন্টারভিউ হয় তার মানে প্যানেল আগেই তৈরি হয়েছে এমন প্রশ্ন তোলেন আইনজীবী। সুপ্রিম কোর্টের গাইডলাইন বলছে, নিয়োগের ক্ষেত্রে আগে লিখিত পরীক্ষা, নথি পরীক্ষা, তারপর ইন্টারভিউ। কিন্তু এখানে সরাসরি ইন্টারিউ হয় কীভাবে? প্রশ্ন আইনজীবীর।
২০২১-র পর ২০২২-এও একি পদ্ধতিতে বিজ্ঞপ্তি ঘিরে জনস্বার্থ মামলা হয়েছে আদালতে। এই আবেদনের ভিত্তিতে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সংস্থার জবাব তলব করেছে আদালত। তিন সপ্তাহের মধ্যে দিতে হবে হলফনামা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊