Latest News

6/recent/ticker-posts

Ad Code

Partha Chaterjee Arrests: বিস্ফোরক কুনাল ঘোষ, 'বহিষ্কার করা উচিত'

Partha Chaterjee Arrests: বিস্ফোরক কুনাল ঘোষ, 'বহিষ্কার করা উচিত'

Partha Kunal



পার্থ চট্টোপাধ‍্যায়কে নিয়ে বিস্ফোরক তৃণমুল মুখপাত্র কুনাল ঘোষ। ইডির হেফাজতে রয়েছেন তৃণমূল মহাসচিব তথা রাজ‍্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়। এদিকে অভিযান চালিয়ে টালিগঞ্জের পর বেলঘরিয়াতেও পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল‍্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমান টাকা। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধারের যখন উত্তাল রাজ‍্য তখন বিস্ফোরক কুনাল ঘোষ।




কোটি কোটি উদ্ধারের পরেই কুনাল ঘোষ পার্থ চট্টোপাধ‍্যায়কে সব রকম পদ থেকে সড়িয়ে দেওয়া ও বহিষ্কার করা উচিত বলেই মনে করেন। আর সে কথা সোশ‍্যাল মিডিয়ায় জানালেন তিনি। মন্ত্রিসভার বৈঠকের আগে এদিন কুণাল ঘোষ ট্যুইট করেন, ''পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। বহিস্কার করা উচিত। বক্তব্য ভুল মনে হলে দলের সম্পূর্ণ অধিকার রয়েছে আমায় সব পদ থেকে সরিয়ে দেওয়ার। সেক্ষেত্রে দলের কর্মী হিসাবে কাজ চালিয়ে যাব।''


দ্বিতীয় দফায় টাকা উদ্ধারের পর কুনাল ঘোষ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "এই বিষয় অত্যন্ত উদ্বেগের। যা ঘটেছে তা দলের জন্য কলঙ্কের এবং আমাদের সকলের জন্য লজ্জার। তিনি (পার্থ চট্টোপাধ্যায়) বলছেন কেন তিনি মন্ত্রীর পদ ছাড়বেন? কেন তিনি জনসমক্ষে বলছেন না যে তিনি নির্দোষ? এটা করতে তাকে কী বাধা দিচ্ছে? " কুণালের দাবি, আমি আশা করি দল জনগণের উপলব্ধি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেবে।


এদিকে পার্থ চট্টোপাধ‍্যায়কে মন্ত্রীত্ব থেকে সড়ানোর দাবি তুলে সরব হয়েছেন বিরোধীরাও। কংগ্রেসের তরফে অধীর রঞ্জন চৌধুরি পার্থ চট্টোপাধ‍্যায়কে মন্ত্রীত্ব থেকে সড়ানোর দাবি জানিয়ে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়কে চিঠি লিখেছেন। গত মঙ্গলবার বিধানসভার গাড়ি ফেরত পাঠিয়েছে পার্থর পরিবার। এর মাঝেই এবার কুনাল ঘোষের মন্তব‍্য। মন্ত্রীসভার বৈঠকে কি হয় এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ‍্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code