আজই সড়ানো হবে পার্থকে? মন্ত্রীসভার বৈঠকের পর শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক অভিষেকের
নিয়োগ দুর্নীতিতে চাপে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের শিল্পমন্ত্রী যেমন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তিনি। নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে গেছেন তিনি। আপাতত ইডি (ED)-র হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। এদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার(Arpita) ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা, সোনা, দলিল সহ অন্যান্য নথিপত্র। এই পরিস্থিতিতে একদিকে যেমন বিরধীরা সুর চড়াচ্ছেন তেমনি পার্থকে ছেঁটে ফেলার দাবি তুলছেন দলের নেতারাও। পার্থকে মন্ত্রীত্ব থেকে সড়ানোর ও দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষও (Kunal Ghosh)।
যখন পার্থকে নিয়ে চলছে জোর গুঞ্জন। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। একই দিনে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মন্ত্রীসভার বৈঠক বিকেল ৩টায় আর শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক বিকেল ৫টায়।
শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে হাজির থাকবেন কমিটির সদস্য সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। তাৎপর্যপূর্ণভাবে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকেও। ফলে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে কি এবার পার্থকে নিয়ে পদক্ষেপ করতে চলেছে তৃণমূল কংগ্রেস? এই উত্তরের অপেক্ষায় তৃণমূল শিবির।
গুঞ্জনে শোনা যাচ্ছে, অনেক আগেই নাকি তৃণমূলের বেশ কয়েকজন নেতার নামে অভিযোগ পেয়েছিলেন সাংসদ তথা সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেসময় নাকি তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু নেতাদের চাপে তা করা সম্ভব হয়নি। কিন্তু এখন, দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ, ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা এই পরিস্থিতিতে দলের স্বচ্ছ ভাবমূর্তি রাখতে দলের অন্দরেই পদক্ষেপের বিষয় জোরালো হচ্ছে। ফলে পদক্ষেপের দিকেই এগোচ্ছে তৃণমুল এমনটাই দাবি সূত্রের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊