Latest News

6/recent/ticker-posts

Ad Code

Jago Bangla: 'জাগো বাংলা'র নতুন সম্পাদক সুখেন্দুশেখর রায়

Jago Bangla: 'জাগো বাংলা'র নতুন সম্পাদক সুখেন্দুশেখর রায়

Jago Bangla




দলের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অপসরণ করা হয়েছে আজ। 'জাগো বাংলা"-র সম্পাদক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই পদ থেকে অপসারিত করা হয়েছে তাঁকে। আর সেই পদে জায়গা পেলেন সুখেন্দুশেখর রায়। 'জাগো বাংলা'র নতুন সম্পাদক সুখেন্দুশেখর রায়।




জাগো বাংলার সম্পাদক-সহ ৫টি পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। মহাসচিব পদ ছাড়াও ৪টি পদে ছিলেন পার্থবাবু। জাতীয় কর্মসমিতির সদস্য, দলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক, শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য, দলের জাতীয় সহ-সম্পাদক ছিলেন তিনি। সব পদ থেকে অপসারিত করা হয়েছে তাঁকে।



নিয়োগ দুর্নীতিতে চাপে রাজ‍্য সরকার ও তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ‍্যের শিল্পমন্ত্রী যেমন পার্থ চট্টোপাধ‍্যায় (Partha Chaterjee) অন‍্যদিকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তিনি। নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে গেছেন তিনি। আপাতত ইডি (ED)-র হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। এদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার(Arpita) ফ্ল‍্যাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা, সোনা, দলিল সহ অন‍্যান‍্য নথিপত্র। এই পরিস্থিতিতে একদিকে যেমন বিরধীরা সুর চড়াচ্ছেন তেমনি পার্থকে ছেঁটে ফেলার দাবি তুলছেন দলের নেতারাও। পার্থকে মন্ত্রীত্ব থেকে সড়ানোর ও দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন তৃণমূলের রাজ‍্য সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষও (Kunal Ghosh)।



আজ বিকেলৈই মন্ত্রীসভার বৈঠকের পর সমস্ত দপ্তর থেকে পার্থকে সরানো হয়। এরপর তৃণমূলের সব পদ থেকেও সরানো হল তাকে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code