Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary TET: 2014-এর পর 2017-এর প্রাথমিক টেট নিয়ে মামলা হাইকোর্টে

Primary TET: 2014-এর পর 2017-এর প্রাথমিক টেট নিয়ে মামলা হাইকোর্টে



High Court, Primary Education
Calcutta High Court



প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০১৪ (Primary 2014) এর শিক্ষক নিয়োগের পর এবার ২০১৭ (Primary 2017)-এর শিক্ষক নিয়োগ নিয়েও মামলা হল হাইকোর্টে (Calcutta Highcourt)। ২০১৭-র প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট (Primary TET) পরীক্ষার প্রশ্নকে চ‍্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হলে মামলার অনুমতি দেন বিচারপতি (Calcutta Highcourt)।



২০১৭ সালের টেট (Primary TET) পরীক্ষার ৮টি প্রশ্ন ভুল ছিল বলে জানিয়েই কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) আবেদন জমা পড়ে। এমনকি বিশেষজ্ঞ কমিটি গড়ে মামলা নিষ্পত্তির আবেদন জানানো হয়েছে। ফলে ফের প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ।



২০১৭ সালে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়। এরপর ২০২১-র ৩১শে জানুয়ারী হয় পরীক্ষা। পরীক্ষায় পাশ করেছে মাত্র ৯৮৯৬ জন। জানা যায় প্রশ্নপত্র অনেক কঠিন হয় ফলে কিছু সংখ‍্যক পরীক্ষার্থী পাশ করে। এবার সেই পরীক্ষায় মামলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code