Police: পুলিসকর্মীদের মোবাইল ব্যবহারে নয়া নির্দেশিকা
মুখ্যমন্ত্রীর (CM) বাড়িতে অনুপ্রবেশকাণ্ডের জের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সমস্ত পুলিসকর্মীদেরই এবার মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হল। নবান্ন ছাড়াও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সমস্ত পুলিসকর্মীদের খুব গুরুত্বপূর্ণ ছাড়া মোবাইল ব্যবহার করা যাবে না মোবাইল এমনটাই খবর।
কলকাতা পুলিস (Kolkata Police) কমিশনার বিনীত গোয়েলের নির্দেশ, জরুরি কল ছাড়া মোবাইল ব্যবহার করা যাবে না। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট পুলিসকর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। চলবে নজরদারি।
গত ২ জুলাই, নিরাপত্তা ফাঁকি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি। মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়া উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দা হাফিজুল মোল্লার হাতে ছিল একটি লোহার রডও এমনটাই খবর।
এই ঘটনার পরেই নড়েচড়ে বসেন লালবাজারের কর্তারা। রাজ্য প্রশাসনের সদর দফতরে কর্মরত পুলিসকর্মীদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফোন জমা দিয়ে অথবা বন্ধ রেখে নবান্নে ডিউটি করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশে আওতায় আনা হল আইনশৃঙ্খলা দায়িত্ব থাকা সমস্ত পুলিসকর্মীদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊