অর্থের বিনিময়ে ডাক্তার ! সিবিআই এর জালে ৮
অর্থের বিনিময়ে ডাক্তার ! শিক্ষক দুর্নীতি কান্ডের পর এবার সামনে এলো চিকিৎসক দুর্নীতি । ২০ লক্ষ টাকার বিনিময়ে ডাক্তারি পড়বার সুযোগ মিলতো অযোগ্যদের- এমনই এক বিরাট বড় দুর্নীতি সামনে এলো ।
চিকিৎসা ক্ষেত্রে এমন বড় চক্রের সন্ধান পেলো সিবিআই (CBI) । সোমবার মোট আট জনকে গ্রেপ্তার করে সিবিআই (CBI) ।
সিবিআই (CBI) সূত্রে খবর মোট চার রাজ্যে চলছিলো এই জালিয়াতির কারবার। আসল পরীক্ষার্থীর বদলে ভুয়ো পরীক্ষার্থীকে পাঠানো হত নিট পরীক্ষা দিতে। আর এই ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নামে নেওয়া হতো ২০ লক্ষ টাকা।
সিবিআই-এর মুখপাত্র আরসি জোশী জানিয়েছেন, র্যাকেটের মাস্টারমাইন্ড, দিল্লির গৌতম নগরের বাসিন্দা সুশীলকে হ্যাভলক স্কোয়ারের কাছে একটি পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয়। সুশীল ছাড়াও ফরিদাবাদের ৮ নম্বর সেক্টরের পরীক্ষা কেন্দ্র থেকে ধরা পড়ে কৃষ্ণ শঙ্কর যোগী ও সানি রঞ্জন। নিধিকে হ্যাভলক স্কয়ার সেন্টার থেকে, রঘুনন্দনকে দিল্লির পাটপারগঞ্জ এলাকা থেকে, ভারত সিংকে সাফদরজং থেকে এবং সৌরভকে শকরপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৭ জুলাই দেশজুড়ে NEET পরীক্ষার দেশের ৪৯৭টি কেন্দ্রে নেওয়া হয়। পাশাপাশি, কাঠমান্ডু, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, দুবাই, আবুধাবি, মাস্কাট, শারজাহ, কুয়েত সিটি, দোহা, মানামা, রিয়াদ, লাগোস শহর সহ ভারতের বাইরে 14 টি শহরেও পরীক্ষা নেওয়া হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊