Partha Chaterjee: ফেরালেন বিধানসভার গাড়ি! মন্ত্রীত্ব ছাড়ছেন পার্থ?
২০১১ সালে তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পর পরিষদীয় দপ্তরের দায়িত্ব পালন করে চলেছেন পার্থ। পরিষদীয় মন্ত্রী হিসেবে তাঁকে বিধানসভা থেকে গাড়ির ব্যবস্থা করা হয়। ডব্লিউ বি ১০-০০০৬- নম্বরের গাড়িটিতেই যাতায়াত করতেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই গাড়ি মঙ্গলবার ফিরিয়ে দেয় তার পরিবার এমনটাই খবর।
গাড়ি ফেরতের ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিতে চলেছেন পার্থ? কী সিদ্ধান্ত নেবে রাজ্য?
পরিষদীয় দফতর ছাড়াও শিল্প ও বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্বে আছেন পার্থ। হঠাৎ করে এই অবস্থায় গড়ি ফিরিয়ে দেওয়াতে পদত্যাগের জল্পনা শুরু হয়েছে। অনেকে বলছেন সম্ভবত মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে। আর তা বুঝেই হয়তো গাড়ি ফিরিয়ে দিলেন তিনি এমনটাই মত রাজনৈতিকমহলের।
উল্লেখ্য, গত শুক্রবার SSC নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি ও সিপিআইএম-র প্রতিবাদ লক্ষ্য করা গেছে। এদিকে, কংগ্রেসের তরফে অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি লিখে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব থেকে সড়ানোর দাবি জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊