Latest News

6/recent/ticker-posts

Ad Code

Arpita Mukherjee, SSC Scam : অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ফের বিপুল টাকার হদিশ, আনা হয়েছে টাকা গোনার মেশিন

Arpita Mukherjee, SSC Scam: অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার ফ্ল্যাট থেকেও বিপুল টাকা উদ্ধার। 5 টি মেশিনে চলছে টাকা গোনার কাজ।



Arpita Mukherjee, SSC Scam






SSC দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ( Arpita Mukherjee ) বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। 


টালিগঞ্জে ডায়মন্ড সিটি সাউথের বিলাসবহুল ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় বহু মূল্যের বিদেশি মুদ্রা। কলকাতা ও শহরতলি এলাকায় অর্পিতার অনেক ফ্ল্যাটের হদিশ মিলেছে। জমি-বাড়ির দলিল বাজেয়াপ্ত করেছেন ইডি-র আধিকারিকরা। আজ ফের হানা অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে। 



ডায়মন্ড সিটির ফ্ল্যাটের পর এবার অর্পিতা মুখোপাধ্যায় রথতলার ক্লাবটাউনের ফ্ল্যাটে টাকার পাহাড় উদ্ধার হওয়ার সম্ভাবনা। বিপুল পরিমাণ টাকা রয়েছে যার অঙ্ক কোটিতে, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। 

যদিও উদ্ধার হওয়া টাকার পরিমাণ কত, তা এখনও নির্দিষ্ট করে জানায়নি ইডি দপ্তর। তবে ইতিমধ্যে আনা হয়েছে ৫টি টাকা গোনার মেশিন । 


বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে এখনো পর্যন্ত উদ্ধার ২০ কোটি, সঙ্গে সোনার বার, প্রচুর গয়না। এখনও টাকা গোনার কাজ চলছে...


আসছে বিস্তারিত -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code