Online News Portal আইনের আওতায় আসছে Digital Media ! আসছে নতুন বিল!

Online News Portal




বিশ্বজিৎ দাস ঃ 
একটা সময় ছিল যখন আমরা সংবাদ জানতে হলে পেপার এবং টেলিভিশনের উপর নির্ভর করতাম। এখন আমরা প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল হয়েছি। ডিজিটাল মিডিয়া (Digital Media) বা ডিজিটাল সংবাদমাধ্যম (Online News Portal) বর্তমানে দ্রুত সংবাদপত্র ও সংবাদ চ্যানেলের জায়গা নিচ্ছে ।



এই ডিজিটাল মাধ্যমে (Digital Media) মুহূর্তের মধ্যে খবর পৌঁছে যাচ্ছে মুঠোফোনে। তবে, এখনও পর্যন্ত ভারতে এই ডিজিটাল সংবাদমাধ্যমগুলির জন্য কোনও নির্দিষ্ট আইন বা কোনও সরকারি বিধি ছিল না।


মোদী সরকার এবার ডিজিটাল মিডিয়াতে (Digital Media) নিয়ন্ত্রণ আনতে চলেছে। সূত্রের খবর, এর জন্য সংসদের আসন্ন বাদল অধিবেশনে একটি সংশোধনী বিল আনতে চলেছে সরকার।


প্রথমবারের মতো গণমাধ্যমের (Online News Portal) নিবন্ধনের আইনের আওতায় অন্তর্ভুক্ত করা হবে ডিজিটাল মিডিয়াগুলিকে।


নয়া আইন ‘লঙ্ঘন’ করলে, শাস্তির মুখে পড়তে হবে ডিজিটাল মিডিয়াগুলিকে (Online News Portal) ।


সূত্রের খবর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককেই ডিজিটাল মিডিয়াগুলির ‘প্রশাসনিক মন্ত্রক’ করা হচ্ছে। মন্ত্রকের পক্ষ থেকেই ‘প্রেস অ্যান্ড পিরিওডিকালস বিলে’র নিবন্ধন সংশোধন করে ডিজিটাল সংবাদমাধ্যমগুলিকেও এই আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।



এই আইন কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে, ডিজিটাল সংবাদ (Online News Portal) প্রকাশকদের তাদের সংস্থার নাম নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। আইন লঙ্ঘন করলে প্রেস রেজিস্ট্রার জেনারেলই সংশ্লিষ্ট ডিজিটাল প্রকাশনার বিরুদ্ধে পদক্ষেপ করবেন। নিবন্ধন স্থগিত বা বাতিল করা থেকে শুরু করে জরিমানা আরোপ পর্যন্ত করা হতে পারে।