Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়কের মেয়েকে দুঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ CID-র
একদিকে যখন শিক্ষক নিয়ে নিয়ে তোলপাড় রাজ্য। শিক্ষক দুর্নীতি মামলায় তদন্তে রয়েছে সিবিআই, আর তখন এইমসে নিয়োগ দুর্নীতি(AIIMS Recruitment Corruption Case) তদন্তে সিআইডি। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখরের ( BJP Leader Niladrishekhar) মেয়ে মৈত্রেয়ী দানাকে প্রায় আড়াই ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। এই মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
আগেই বিজেপি বিধায়কের বাড়িতে নোটিস পাঠিয়েছিল সিআইডি। এরপর শুক্রবার দুপুর ১ নাগাদ নীলাদ্রিশেখরের বাড়িতে বাঁকুড়ার সদর থানার পুলিশকে নিয়ে পৌঁছয় সিআইডি-র তদন্তকারী অফিসারেরা। দুই ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। উঠে আসে একাধিক প্রশ্ন।
কী করে কম নম্বর পেয়েও এই চাকরি মৈত্রেয়ীর ? চাকরির নিয়োগের সময় কী কী নথি জমা দিয়েছেন মৈত্রেয়ী? কীভাবে এই চাকরি হয়েছে? কত টাকা বেতন? একের পর এক প্রশ্ন উঠে আসে এদিন বলেই সূত্রের খবর।
এদিকে এই তলবের পর রীতিমত হুমকিও দিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা, বলে অভিযোগ উঠে আসে।
একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্যে, একের পর এক দুর্নীতির অভিযোগ, কয়লাপাচার কাণ্ড। রাজ্যে শিক্ষক দুর্নীতি মামলায় তদন্তে রয়েছে সিবিআই, কয়লা পাচার কাণ্ডে তদন্তে রয়েছে ইডিও। এইমসে নিয়োগ দুর্নীতি তদন্তে সিআইডি। এহেন পরিস্থিতিতে কেন্দ্র-রাজ্যের সংঘাত ক্রমশ বেড়েই চলেছে, বলে চাপানউতোর রাজনৈতিক মহলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊