মহানায়ক সম্মান পেলেন নুসরত জাহান ও সোহম, বঙ্গবিভূষণ কুমার শানু, জিৎ, ঋতুপর্ণা-সহ একঝাক তারকা
সোমবার নজরুল মঞ্চে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান অনুষ্ঠানে সম্মানিত হলেন। বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য 'বঙ্গভূষণ' পেলেন দেব(Dev)। এবছর বঙ্গভূষণ পেলেন নায়িকা। এবছর মহানায়ক সম্মান পেলেন নুসরত জাহান(Nusrat Jahan) ও সোহম চক্রবর্তী।
বঙ্গবিভূষণ সম্মান পান কুমার শানু(Kumar Sanu), অভিজিৎ ভট্টাচার্য,দেবশঙ্কর হালদার, দেবজ্যোতি বোস। বঙ্গভূষণ সম্মান পেলেন দেব, ইন্দ্রানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, জুন মালিয়া, শ্রীজাত, লীনা গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, জিৎ গঙ্গোপাধ্যায়।
পদ্মশ্রী ত্যাগ করেছিলেন তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়,এদিন তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে রাজ্য সরকার।
এদিন পুরস্কার পেয়ে আপ্লুত কুমার শানু। তিনি বলেন,'এই প্রথম কেউ বাংলা থেকে পুরস্কার দিল। দিদি কাছে কাছে টেনে রাখেন তাই দূরে গিয়েও কাছে চলে আসি'।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊