Mamata Banerjee: বই থেকে রয়্যালটি পাই, কারও পয়সায় খাই না: মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata




নজরুল মঞ্চে বঙ্গ বিভূষণ অনুষ্ঠানে রোজগারের উৎস নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি কারও পয়সায় খাই না। রেলমন্ত্রী (Rail Minister) যখন ছিলাম নিজের পয়সায় চা খেতাম। এখনও সার্কিট হাউসে গেলে তাই করি।' তিনি মুখ্যমন্ত্রী (Chief Minister) হওয়ার পরে থেকেই বেতন নেন না। প্রাক্তন সাংসদ হিসেবে পেনশনও নেন না। তাহলে কীভাবে তাঁর খরচ চলে? সেটাই খোলসা করলেন মমতা। তিনি বলেন, 'আমি বই লিখি, খেটে রোজগার করি। ১২০টি বই বেরিয়েছে। আমি গানে সুর দি, কারও পছন্দ হতেও পারে নাও হতে পারে। কিন্তু তাতে রয়্য়ালটি পাই। আমি যা রয়্যালটি পাই, তা অনেকেই পায় না।'



রাজনীতি সম্পর্কে তাঁর কী ধারণা, সেটাও এদিন অনুষ্ঠানের মঞ্চে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'রাজনীতি মানে ত্যাগ, দেশ সেবা, মানুষকে ভালবাসা।' তিনি আরও বলেন, 'দুর্নীতিকে সমর্থন করা নেশাও নয় পেশাও নয়। আমি কোনও অন্যায়কে সমর্থন করি না।'



এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর সোমবার এনিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বঙ্গবিভূষণ খেতাব দেওয়ার মঞ্চে মমতা বলেন, দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয়। কেউ দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি কিছু মনে করিনা। যে মহিলার বাড়িত টাকা উদ্ধার হয়েছে, দলের সাথে তার কোনও সম্পর্ক নেই। সে নাকি পার্থর বন্ধু? আমি কি ভগবান, জানব কে কার বন্ধু!