Latest News

6/recent/ticker-posts

Ad Code

North Bengal Weather News: বিদ্যালয়ে গরমে অসুস্থ হওয়ার ধারা অব্যাহত, আজ অসুস্থ একাধিক ছাত্র-ছাত্রী

বিদ্যালয়ে গরমে অসুস্থ হওয়ার ধারা অব্যাহত, আজ অসুস্থ একাধিক ছাত্র-ছাত্রী

three women in hospital



সংবাদ একলব্য, ১৮ জুলাইঃ 

সোমবার দুপুরের অতিরিক্ত গরমে জলপাইগুড়ি বেরুবাড়ী তপশিলী ফ্রি হাইস্কুলের 3 জন ছাত্রী স্কুলে ক্লাস চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। একই অবস্থা কোচবিহারের দিনহাটার বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়েও, এখানেও ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়ে বলে জানাগিয়েছে।




আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সেই মতো সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে যেমন, জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট শুরু হয় বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা বাড়তে থাকে। একই অবস্থা কোচবিহারেও। আজ এখানেও বিক্ষিপ্ত ভাবে বেশ কয়েকজায়গায় হাল্কা বৃষ্টিপাতের ঘটনা ঘটলেও ভ্যাপসা গরম ছিলো প্রায় সর্বত্র।

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রেকর্ড পরিমান তাপ প্রবাহ দেখা যায়। উঠে বিদ্যালয় বন্ধের দাবীও। তবে বিদ্যালয় বন্ধ না হলেও বেশ কিছু জেলায় মর্নিং শিফটে বিদ্যালয় চালানো হয়।


সূর্যের তাপমাত্রা এতটাই বেশি মনে হচ্ছে গরম যেন 40 থেকে 45 ডিগ্রি ছুঁইছুঁই অবস্থা। সঙ্গে ভ্যাপসা গরম। সব মিলিয়ে এ ধরনের গরমে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের। এমন পরিস্থিতিতে ঘরে ঘরে সর্দিজ্বর যেমন লেগে আছে, তেমনি বিদ্যালয়ে দুপুরবেলার প্রচন্ড গরমে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code